ভিন্নধর্মী কালী মাতার পূজা উৎসব

বাংলাদেশের নওগাঁ জেলার অন্তর্গত মহাদেবপুর উপজেলার সফাপুর- ৭ নং ইউনিয়নে অবস্থিত ভাসানতলা নামক স্থানে সনাতন ধর্মাম্বলীদের দীর্ঘকালের পুরান ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতি বছর বাংলা সালের জৈষ্ঠ্য মাসের নির্দিষ্ট তারিখে অত্র এলাকার মানুষদের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতির যায়গা থেকে অনুষ্ঠিত এক ভিন্নধর্মী কালী মাতার পূজা অনুষ্ঠিত হয়। যেখানে পূজা চলাকালীন ঢাকের বাজনার শব্দে হঠাৎ করেই পুরুষ ও মহিলাদের এক ধরণের অসুস্থ হয়ে পড়ার পিছনে বৈজ্ঞানিক কোন ব্যাখ্যা আছে কি না তা আমার জানা নাই। উক্ত পূজায় কালী মাতার নামে পাঠা (পুরুষ ছাগল) বলি সহ বিভিন্ন ধরনের নিয়ম-কানন পালন করা হয়। এছাড়া সেখানে চামুন্ডা খেলা, আগুন দিয়ে মুশাল খেলা সহ বিভিন্ন খেলার মাধ্যমে ধর্মীয় উৎসব পালন করা হয়। এ বছরের জুন মাসের ০৫ ও ০৬ তারিখে অনুষ্ঠিত পূজার কিছু স্থির পিকচার ও ভিডিও: (

Heterogeneous Kali Mata Puja festival
A different kind of Kali Matar Puja is held every year on the specific date of the Jaishtha month of Bengal at a place called Vasantala located in Safapur-Union No. 7 of Mahadevpur Upazila of Naogaon District, in continuation of the long tradition of Sanatan Dharmamblis. Whereas I don’t know if there is any scientific explanation behind men and women suddenly becoming ill at the sound of the dhaka during the puja. Various rituals are observed in the said puja including sacrifice of Patha (male goat) in the name of Mother Kali. Besides, religious festivals are celebrated there with various games including playing Chamunda, playing torch with fire. Some still pictures and videos of the puja held on 05th and 06th of June this year:

)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top