ইভিএম (ইলেকট্রোনিক ভোটিং মেশিন) হলো কাগজের ব্যালট ও ব্যালট বাক্স ছাড়াই ইলেকট্রিক ব্যালটের মাধ্যমে পছন্দের প্রতীকের পাশের বাটন চেপে অতিদ্রুত ভোট প্রদান পদ্ধতি। প্রতিটি ইভিএম প্রধানত দুটি ইউনিটের সমন্বয়ে গঠিত- (ক) কন্ট্রোল ইউনিট (খ) ব্যালট ইউনিট। ক্যাবলের মাধ্যমে দুটি ইউনিটের মধ্যে সংযোগ দেয়া হয়। কন্ট্রোল ইউনিটের মধ্যে স্থাপিত ব্যাটারি দ্বারা কন্ট্রোল ইউনিট এবং ব্যালট ইউনিট সচল হয়। এই ব্যাটারির মাধ্যমে একটানা ২০ ঘন্টা একটি ইভিএম চালানো সম্ভব। ব্যাটারী চার্জ করার জন্য প্রতি সেট ইভিএম রয়েছে অ্যাডাপটার এবং সরাসরি বিদ্যুৎ সংযোগের মাধ্যমেই ব্যবহার করা যায়। প্রতি সেট ইভিএম এ কন্ট্রোল ইউনিট এবং ব্যালট ইউনিট ছাড়াও একটি করে মনিটর, কন্ট্রোল ইউনিটের প্রিন্টারে ব্যবহারের জন্য থারমাল রোল পেপার এবং সংযোগকারী ক্যাবল আছে। প্রতিটি বুথ কক্ষের জন্য এক সেট করে ইভিএম ব্যবহার করা হয়। এছাড়া একটি করে অডিট কার্ড, পোলিং কার্ড এবং এসডি কার্ড আছে যা মেশিন পরিচালনার কাজে ব্যবহৃত হয়। ইভিএম ভোট পদ্ধতি ভিডিও link: https://www.youtube.com/watch?v=4ErkiRRBZjU
ইভিএম এর ছবি
ব্যালট ইউনিটের পিকচার–
কন্ট্রোল ইউনিটের পিকচার–